DMCA.com Protection Status
title=""

হাসিনার আমলে দেশ এতো উন্নত হয়েছে যে ভিক্ষুকও ৫ টাকা নিতে চায় নাঃহাছান মাহমুদ।

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বর্তমান হাসিনা সরকারের আমলে দেশে এত উন্নয়ন হয়েছে যে, আজকাল ভিক্ষুককেও ২ টাকা দেয়া যায় না। যদি কেউ ২ টাকা দেয় তাহলে ভিক্ষুক তাকে মনে মনে গালি দেয়। এমনকি তাদের ৫ টাকা দিলেও খুশি হয় না। ১০ টাকার নোট দিলে তারা মোটামুটি খুশি হয়।

হাসান মাহমুদ বলেন, পর পর দু’বার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে ক্ষমতায় আসার পর বিএনপিকে মাঠে দেখা যায় না। যখন নির্বাচন আসে তখন আওয়ামী লীগ বিরোধী সব দল এক হয়ে মহাজোট গঠন করে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Share this post

error: Content is protected !!