DMCA.com Protection Status
title="শোকাহত

বিশ্ব ক্রিকেটে তথাতথিত ৩ মোড়লের ক্ষমতা কমলো ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃঅবশেষে  বিশ্ব ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্ষমতা খর্ব করলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি৷

গতকাল  দুবাইয়ে আইসিসি-র সভায় ‘বিগ থ্রি’ ভেঙে দেওয়ার প্রস্তাব  সর্বসম্মতভাবে পাশ হয়৷ এর ফলে লভ্যাংশ বহুলাংশে কমে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)৷

২০১৪ সালে আইসিসির সাবেক চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের আমলে বিশ্ব ক্রিকেটের তিন শক্তিধর দেশকে নিয়ে তৈরি হয়েছিল ‘বিগ থ্রি’৷

কিন্তু অপর ভারতীয় শশাঙ্ক মনোহরের আমলেই অবলুপ্ত হয়ে গেল ‘বিগ থ্রি’৷

গত ফেব্রুয়ারিতে ‘বিগ থ্রি’-র অবলুপ্তির খসড়া তৈরি হয়ে গিয়েছিল৷ ভারত ছাড়া প্রায় প্রতিটি দেশ এতে সম্মতি দিয়েছিল৷ কিন্তু বুধবার দুবাইয়ে আইসিসি-র সভায় ভোটে তা পাশ হয়ে যায়৷

এর ফলে প্রতিটি টেস্ট খেলিয়ে দেশই সমান লভ্যাংশ পাবে৷ আর লভ্যাংশ কমবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের৷ আগামী আট বছরে প্রায় ২ কোটি ৭৭ লাখ ডলার কম লভ্যাংশ পাবে বিসিসিআই৷


ভারত বুধবার ভোটাভুটিতে শোচনীয়ভাবে হেরে যায়। কোনো দেশই ,এমনকি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও তার সাথে ছিল না।

এছাড়াও টেস্ট মর্যাদা প্রাপ্ত দেশ গুলোর মর্যাদা এখন থেকে স্থায়ী করার সিদ্ধান্ত হয় এই সভায়।

Share this post

scroll to top
error: Content is protected !!