DMCA.com Protection Status
title=""

লন্ডন হামলার ঘটনায় বেগম খালেদা জিয়ার তীব্র নিন্দা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  যুক্তরাজ্যের লন্ডনে  সংঘটিত আজকের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

রোববার বেগম জিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় তিনি এ হামলার নিন্দা জানান।

তিনি বলেন, 'যুক্তরাজ্যে ঘটে যাওয়া ভয়ংকর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। ভুক্তভোগীদের জন্য আমার প্রার্থনা।'

বার্তায় সন্ত্রাসী হামলায় আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি ছবিও পোস্ট করা হয়।

এর আগে শনিবার রাতে সন্ত্রাসীরা লন্ডন ব্রিজে একটি সাদা রংয়ের গাড়ি নিয়ে প্রায় ৫০ কিলোমিটার গতিতে পথচারীদের ওপর এ হামলা চালায়।

এ সময়ে গাড়ি থেকে নেমে তিন ব্যক্তি ব্রিজের পাশের মার্কেটে জনসাধারণ ও পুলিশের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এসব হামলায় ৬ জন নিহত হন। আহত হন আরো ৪৮ জন। ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট পুলিশের এক সদস্যও আহত হয়েছেন। হামলার ৮ মিনিটের মধ্যেই পুলিশের গুলিতে তিন সন্দেহভাজন ঘটনাস্থলে নিহত হয়।

Share this post

error: Content is protected !!