DMCA.com Protection Status
title="শোকাহত

রাজনীতিতে এখন নোংরামি ঢুকে গেছে: শামীম ওসমান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের অনির্বাচিত সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, 'আমি আগামীতে নির্বাচন করবো কি করবো না জানিনা। আর রাজনীতি করতে ভাল লাগেনা। রাজনীতিতে এত নাটক, এত নোংরামি, অনেকে নির্বাচন করার জন্য নাটক করে। তাই এখন এসব নোংরা রাজনীতি আর ভাল লাগেনা। আমি এখান থেকে ফিরে যেতে পারব কিনা সেটাই জানি না। তাই বাকি জীবনটা আল্লাহকে খুশি করতে মানুষের উন্নয়ন করে যেতে চাই।'

 

রবিবার বিকেলে ফতুল্লার ভূইগড় ঈদগাহ মাঠ ও কবরস্থান সম্প্রসারণের ভরাট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে শামীম ওসমান এ কথা বলেন। এ সময় তিনি নারায়ণগঞ্জে উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, 'ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ১২০ ফুট চওড়া করা হবে। জুলাইয়ের পর থেকে ফতুল্লায় একশ' ৪০টি আরসিসি রাস্তার কাজ শুরু হবে। এছাড়া ডিএনডি এলাকায় আগামী দেড় বছরের মধ্যে ৫৭৫ কোটি টাকার উন্নয়ন হবে। তখন এ এলাকার মানুষ এ এলাকা চিনতে পারবেনা। গুলশান-বনানীর চেয়ে বেশি উন্নত হবে।'

 

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, দপ্তর সম্পাদক সালাউদ্দিন সহ প্রমুখ।

 

Share this post

scroll to top
error: Content is protected !!