DMCA.com Protection Status
title="শোকাহত

‘কোনো ইলেকশন চাই না,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন-থাকবেন’

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আজ জাতীয় সংসদ অধিবেশনে  বাজেট আলোচনায় অংশ নিয়ে তথাকথিত ঐক্যমত্যের সরকারে থাকা বিরোধী দল এরশাদের জাতীয় পার্টির অবৈধ এমপি খুরশীদ আরা হক বলেছেন, আমরা কোনও ইলেকশন চাই না। প্রধানমন্ত্রী আছেন, থাকবেন। আরও পাঁচ-দশ বছর দেশ চালাবেন।


বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে কটুক্তি করে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশে থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। এটা শোভা পায় না।


এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা কোনো বলবেন না।


২০১৭-১৮ অর্থবছরের বাজেট সম্পর্কে তিনি বলেন, এ বাজেট শুভঙ্করের ফাঁকি। নারীরা সঞ্চয় করেন। তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এটা মানি না। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আপনার হস্তক্ষেপ চাই।
 
২০১৭-১৮ অর্থবছরের বাজেট আলোচনার ২য় দিনে বক্তব্য রাখেন সরকারি দলের এনামুল হক, পঞ্চানন বিশ্বাস, মো. আবু জাহির, কাজী কেরামত আলী, আবদুল মালেক, আবদুল মজিদ খান, বেগম আমিনা আহমেদ, আফতাব উদ্দিন সরকার, মাহজাবীন খালেদ, বিজেপির মো. রুহুল আমিন, জাতীয় পাটির পীর ফজলুর রহমান, বেগম খুরশীদ আরা হক, ওয়ার্কার্স পার্টি টিপু সুলতান প্রমুখ। 

Share this post

scroll to top
error: Content is protected !!