DMCA.com Protection Status
title="শোকাহত

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কাতারের আমির।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পূর্বের অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত কাতারের আমির যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্টস ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করবেন না।

কথিত সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে গত কয়েকদিনে সৌদি আরব সহ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র কাতারকে একঘরে করেছে।


বৃহস্পতিবার কাতারের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘আমাদের আমির প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করবেন না। অবরুদ্ধ কাতার ছাড়ার কোনো পরিকল্পনা আমাদের আমিরের নাই।’


কুয়েতের একজন কূটনীতিক বলেন, ‘সমস্যা নিরসণে কিছুটা সময় লাগবে। মনে হচ্ছে, এটি প্রতিরোধেরই বিষয়।’


গত বুধবার ট্রাম্প সৌদি আরবের নেতার সঙ্গে আঞ্চলিক ঐক্য নিয়ে কথা বলেন। পরে বুধবার কাতারের আমিরের সঙ্গে ফোনে কথা বলেন। কথোপকথনে তিনি আঞ্চলিক রাষ্টগুলোর সঙ্গে মতপার্থক্য নিরসনে সহায়তার প্রস্তাব দেন। যদি প্রয়োজন হয় তবে হোয়াইট হাউজে বৈঠকের আয়োজন করা যেতে পারে বলেও তিনি জানান।


সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর গত সোমবার ঘোষণা দেয় কাতারের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। সকল সীমান্ত বন্ধ করে দেয়া হচ্ছে। অন্যান্য কিছু রাষ্ট্রও তা অনুসরণ করে।


বলা হচ্ছে হামাস, আল কায়েদা এবং মুসলিম ব্রাদাহুড জঙ্গিগোষ্ঠীকে কাতার সমর্থন করে। পাশাপাশি ইরানের সঙ্গেও কাতারের সম্পর্ক রয়েছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেন, এই সমস্যার অচিরেই শান্তিপূর্ন সমাধান করা হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!