আবু সালেহ মোঃ সায়েমঃ রামাদান পুণ্য অর্জনের মাস। এ মাসে সংযম সহিষ্ণুতা ধৈর্য বিনয় নম্রতা বদান্যতা শিষ্টতা সত্যবাদিতা দয়াদাক্ষিণ্য ন্যায়পরায়নতা ক্ষমা শ্লীলতা ইত্যকার সৎকর্ম চর্চার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির পথ সুগম হয়। মুসলিম সম্প্রদায় তাই রামাদানে যাবতীয় কুকর্ম থেকে নিজেদের বিরত রাখবে এটাই প্রত্যাশিত, এটাই বিধান। পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষাও হুবহু তা-ই।
আরবের অন্ধকার যুগেও এমন প্রথা প্রচলিত ছিল। সেসময় বিবদমান গোত্র ও গোষ্ঠীসমূহ রামাদানের গোটা মাস যুগ্ধবিগ্রহ ঝগড়া ফ্যাসাদ মারামারি ইত্যাদি থেকে সম্পূর্ণ দূরে থাকতো।
কিন্তু বাংলাদেশের শাসকগোষ্ঠী এখন আরবের অন্ধকার যুগকেও হার মানিয়েছে। তারা পথভ্রষ্ট বর্বর পৈশাচিক। রামাদানের নীতি আদর্শ এসব আওয়ামী লীগের পাঠ্যপুস্তকে মূল্যহীন। পবিত্র এমাসেও তারা তাই মানুষ হত্যা করে, কাপুরুষোচিত হামলা চালায় পাহাড়ের অসহায় মানুষদের দেখতে যাওয়া দেশবরেণ্য নেতৃবৃন্দের ওপর।
খবর-১:
"রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। হামলায় মির্জা ফখরুলসহ দলটির কয়েকজন নেতা আহত হয়েছেন…রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. মহসিন বলেন, …ছাত্রলীগ-যুবলীগ এই হামলা চালিয়েছে।"
খবর-২:
"কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী শাহাবুদ্দিন আহমেদ শাহিন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।"
।।প্রথম আলো, ১৮ জুন ২০১৭ / ২৩ রামাদান ১৪৩৮ হিজরী।।
তবে কি সত্যিই ওরা মানুষ নয়, আওয়ামী লীগ!!!
লেখকঃ যুক্তরাজ্য প্রবাসী আইনজীবি,বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা।