DMCA.com Protection Status
title="শোকাহত

নিজের কস্টের কথা বলতে হয় নাঃমির্জা ফখরুলকে সৈয়দ নাসিম।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থমন্ত্রী সৈয়দ মোঃ নাসিম বলেছেন, এখানে তোফায়েল সাহেব আছেন। মেনন সাহেব আছেন। আমরাও রাস্তায় আন্দোলন করেছি। পুলিশের মার খেয়েছি। আর উনি (ফখরুল) নিজে জামা খুলে ফেলল! এটা কোনো কথা হলো?

ফখরুলের জন্য তার পরামর্শ, নিজের কষ্টের কথা বলতে হয় না। আমরা কখনও বলি নাই।

বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম  এসব কথা জানান।

 

 এদিকে বিএনপি নেতা মওদুদ আহমদের জন্যত্ত খাট পাঠাতে চান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। 


হাসতে হাসতে তিনি বলেন, উনার নাকি (মওদুদ) খাট নেই। চাইলে খাট পাঠিয়ে দেব। চাইলেই পাঠিয়ে দেব। অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। লজ্জা হওয়া উচিত। আবার নাটক করেন।

 

রাজউকের উচ্ছেদে মালপত্র সরিয়ে দেয়ার সময় খাটসহ বেশ কিছু আসবাব ভেঙে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গত ১৫ জুন বলেন, এখন তাকে মেঝেতে ঘুমাতে হচ্ছে। 
গুলশান এভিনিউয়ের ১৫৯ নাম্বার হোল্ডিংয়ের বাড়িতে মওদুদ বসবাস করে আসছিলেন গত কয়েক দশক ধরে।

কিন্তু ভুয়া আম মোক্তারনামা তৈরি করে মওদুদের ভাইয়ের নামে ওই বাড়ির দখল নেয়া হয়েছে অভিযোগ করে দুদক মামলা করলে শুরু হয় আইনি লড়াই।
সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় মওদুদের বিপক্ষে গেলে গত ৭ জুন ওই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে রাজউক। 


সেদিন মওদুদের সামনেই ওই বাড়ি থেকে রাজউকের ট্রাকে করে মালামাল সরিয়ে নেয়া হয় গুলশানের ৮৪ নাম্বার রোডে তার এক ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটেই তিনি উঠেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!