DMCA.com Protection Status
title="৭

বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে কর্নেল তাহেরই প্রথম চ্যালেন্জ করেছিলেনঃইনু

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  নিষিদ্ধ ঘোষিত জঙ্গী গোস্টি জাসদ গনবাহিনীর সাবেক প্রধান, জাসদ সভাপতি ও অবৈধ হাসিনা সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যা, অবৈধ ক্ষমতা দখল ও সামরিক শাসনের বিরুদ্ধে কর্নেল তাহেরই প্রথম চ্যালেঞ্জ করেন। কর্নেল তাহের হত্যাকাণ্ড একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।’

তিনি বলেন, ‘জিয়া আর কর্নেল তাহেরের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল। জিয়া বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ঠেলে দিতে চেয়েছিল। তাহের বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ঠেলে দেয়ার বিপরীতে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত করার জন্য ৭৫ এর ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান সংগঠিত করেছিলেন।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার জাসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন।

ইনু আরো বলেন, জিয়া ও তাহেরের যে রাজনৈতিক বিরোধ ছিল সেই বিরোধ এখনো অবসান হয়নি। বেগম জিয়া ও বিএনপি জিয়ার পাকিস্তানপন্থী রাজনীতি বহন করছে। আর আমরা জাসদ, ১৪ দল তাহেরের মুক্তিযুদ্ধের রাজনীতি বহন করছি। তিনি বলেন, পাকিস্তানপন্থী রাজনীতির চির অবসান করতে হবে। রাজনীতির মাঠ থেকে রাজাকারদের বিদায় করতে হবে। রাজাকাররা বাংলাদেশে আর কোনোদিনই ক্ষমতায় আসবে না। রাজাকার মুক্তিযোদ্ধার মিউজিক্যাল চেয়ার খেলা আর হবে না। সরকারেও মুক্তিযোদ্ধা থাকবে, বিরোধী দলেও মুক্তিযোদ্ধা থাকবে।

Share this post

scroll to top
error: Content is protected !!