ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি বিশেষ চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চিঠিটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।
এসময় প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের সিনিয়র সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মহুরকরের লেখা বই ‘মার্চিং উইথ এ বিলিয়ন’-এর একটি কপি দেন হর্ষবর্ধন শ্রীংলা। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, হাইকমিশনার শেখ হাসিনার নিকট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন। এ বইয়ের একটি ব্যক্তিগত কপিও প্রদান করেন হর্ষবর্ধন শ্রীংলা।
তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে সরকারের দ্বায়িত্বশীল মহলের কাছ থেকে কিছু জানা যায়নি।
‘মার্চিং উইথ এ বিলিয়ন’-এ মোদি সরকারের ক্ষমতার তিন বছরের নানা দিক ও শাসন এবং সরকারের কাজের প্রধান ক্ষেত্রসমূহ গুরুত্ব পায়। এই বইয়ে নরেন্দ্র মোদি সরকারের মিডটার্ম পর্যালোচনা করেন।