ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে অবৈধ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, গোটা বিশ্ব রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে। এ ধরণের হত্যা গ্রহণযোগ্য নয়, এটি বন্ধ করতে হবে।
রোববার রোহিঙ্গা ইস্যু নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে সহিংসতা চলছে, তাতে এ পর্যন্ত প্রায় তিন হাজার লোক প্রাণ হারিয়েছে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। প্রচেষ্টাগুলো পাবলিকলি বললে পরিকল্পনা নষ্ট হয়ে যায় এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ উঠেছে গতমাসে মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর রোহিঙ্গারা হামলা চালিয়েছে। ধরে নিলাম রোহিঙ্গারা হামলাও চালিয়েছে, সেজন্য সবগুলো রোহিঙ্গাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে হবে। এটি কোন ধরণের নীতি? কোন ধরণের মন মানসিকতা?
ব্রিফিং শেষে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নরওয়ের শীর্ষ কূটনীতিকেরা জানান, এ পর্যন্ত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বিভিন্ন দেশ বাংলাদেশের প্রশংসা করেছে। রোহিঙ্গাদের নিয়ে এখন যে সমস্যা তৈরি হয়েছে, তা দূর করতে কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, এ নিয়ে ব্রিফিংয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
জাতিসংঘ বলেছে, গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোতে পালিয়ে আসা রোহিঙ্গাদের থাকার মতো যথেষ্ট জায়গা হচ্ছে না।