ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ হঠাৎ টেলিফোন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।
প্রেস উইং সূত্র দাবি করেছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে একই অবস্থানের কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সূত্র অনুযায়ী, মিয়ানমার যেন শরণার্থীদের ফিরিয়ে নেয় সেজন্য ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ দিয়ে যাওয়ার কথাও বলেছেন সুষমা। এব্যাপারে রোহিঙ্গা শরনার্থী ইস্যুতে ভারতের পুর্ন সমর্থন চেয়েছেন হাসিনা।