DMCA.com Protection Status
title="৭

চীনে বাড়িতে কুরআন শরীফ রাখার উপর নিষেধাজ্ঞা ,অমান্যে কঠোর শাস্তি।

দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ফের নাগরিকদের ধর্মাচরণের স্বাধীনতায় হস্তক্ষেপ করল চীন সরকার। এবার সেদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তের এশিয়া ম্যানর লাগোয়া শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের কোরান ও অন্যান্য যাবতীয় ইসলামি দ্রব্য জমা দিতে নির্দেশ দিল প্রশাসন। তল্লাশিতে কারও বাড়িতে ইসলামি কোনও পণ্য পাওয়া গেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীনা সরকার।

চীনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ওই এলাকায় কাজ়াখ, উইঘুর, কিরঘিজের মতো সংখ্যালঘু উপজাতির বাস। ইসলাম ধর্মাবলম্বী ওই জনজাতির প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কোরান-সহ অন্যান্য ধর্মীয় জিনিসপত্র।

রেডিও ফ্রি এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে  চীনা প্রশাসনের তরফে ওই এলাকার বাসিন্দাদের স্পষ্ট জানানো হয়েছে, চাঁদ-তারা আঁকা সমস্ত পণ্য তাদের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। জমা দিতে হবে নামাজ পড়ার মাদুরও (জায়নমাজ)।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চীনা সরকারের ফতোয়ার মুখে পড়তে হয়েছে শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের। চলতি বছর এপ্রিলে এক নির্দেশিকা জারি করে চীনা সরকারের তরফে শিশুদের ইসলামি নাম রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!