ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মারী ক্লদ বিবেউ। তিন দিনের সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গাশিবির পরিদর্শন ছাড়াও সরকারের একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য রোহিঙ্গাদের উপর ভয়াবহ নির্যাতন এবং ব্যপক মানবাধিকার লংঘনের ঘটনার বিরুদ্ধে বিশ্বের অন্যতম শান্তিকামী দেশ কানাডা শুরু থেকেই সোচ্চার রয়েছে।
এ ছাড়া মাদাম মারী ক্লদ নারী উন্নয়ন বিষয়ক একাধিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, রোহিঙ্গা সংকট নিরসন ও প্রত্যাবাসনে কানাডার আরও জোরালো ভূমিকা রাখার জন্য কানাডার মন্ত্রীর প্রতি আহ্বান জানাবে বাংলাদেশ। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই কানাডা রাখাইনে গণনিষ্ঠুরতার নিন্দাসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে নাগরিক সুবিধা নিশ্চিত করার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছে। বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বড় উন্নয়ন অংশীদার কানাডা।
সফর শেষে ২৩ নভেম্বর কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে ।