DMCA.com Protection Status
title=""

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে হারানোর মতো কোনো দল বাংলাদেশে নেই : জয়

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আগামী নির্বাচনে ২০০৮ সালের চেয়েও বড় বিজয় আসবে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমি নিজে একটি জরিপ করেছি। তাতে এই ফল পাওয়া গেছে।’

আজ সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতাদের মতামত শোনেন জয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগকে হারানোর মতো কোনো দল বাংলাদেশে নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী পুত্র জয় বলেন, ‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসবেই। দেশের মানুষের বিশ্বাস ও সমর্থন আমাদের প্রতি চলে এসেছে। আওয়ামী লীগকে হারানোর মতো দল বাংলাদেশে নেই।’

ওই জরিপটি কিভাবে হয়েছে জানতে চাইলে জয় বলেন, ‘একটি পেশাদার প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ করানো হয়েছে। এতে আমিও জড়িত ছিলাম। আমি মনে করি, এটি ওয়ান অব দ্য মোস্ট অ্যাকুরেট জরিপ।’

দলের শৃঙ্খলার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগে গ্রুপিং-লবিং থাকে; তবে আন্দোলন বা নির্বাচনের সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে যায়।’

তিনি আরো বলেন, ‘বিজয় নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু ষড়যন্ত্র আছে। খেয়াল রাখতে হবে ৫ জানুয়ারির (গত সংসদ নির্বাচন) মতো কোনো ঘটনা-দুর্ঘটনা যেন না ঘটে। ওই সময়ের মতো আগুন সন্ত্রাস যেন না ঘটে।’

আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি না জানতে চাইলে জয় বলেন, ‘আমি প্রার্থী হচ্ছি না। এটি আপনাদের আগাম জানিয়ে রাখছি। আমার উদ্দেশ্য দলকে ক্ষমতায় আনা। এমপি-মন্ত্রী হওয়ার লোভ আমার নেই।’

আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘সেটি বড় কথা নয়। নির্বাচনটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে কি না, সেটিই বড় কথা। আর আমরা কাউকে নির্বাচনে আসতে বাধ্য করতে পারি না।’

সৌদি আরবে জিয়া পরিবারের ১২শ’ কোটি ডলার বিনিয়োগের অভিযোগকে বিএনপি মহাসচিব সম্প্রতি বানোয়াট বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে জয় বলেন, ‘প্রমাণ হয়েছে তারা কিভাবে মিথ্যা বলে। এফবিআই বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে। সেখানে ফখরুল সাহেব কিভাবে বলেন যে, দুর্নীতি নেই। তাদের দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত এসেছে। নিশ্চয় তাদের আরো (দুর্নীতির) টাকা আছে, ধরা পড়বে।’

Share this post

scroll to top
error: Content is protected !!