ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গত চার মাস ধরে নিখোঁজ থাকার পর বিএনপি নেতৃতাধীন ২০দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে রহস্যজনক ভাবে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
জনাব আমিনুর রহমান গত ২৭ অগাস্ট রাতে ঢাকায় নয়া পল্টনের বাসা থেকে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন।
তার নিখোঁজ হওয়ার পর তার দল এবং পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম এবং পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছিলো।ঐ সময় তাকে সরকার কতৃক গুম করার অভিযোগও উঠেছিলো।
এই পরিপেক্ষিতে এতোদিন পর তাকে হঠাৎ করে গ্রেপ্তারের খবরটি সাজানো বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
গোয়েন্দা পুলিশের ভাষ্যমতে, গুলশান থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহজাহান সাজু বলেন, গত ৪ মাস ধরে মামলা থেকে বাঁচতে কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান পালিয়ে ছিলেন। তাকে ওই মামলার রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।