DMCA.com Protection Status
title=""

শেখ মুজিব পাকিস্তানের সমর্থক ছিলেন কিন্তু তাকে বিদ্রোহী হতে বাধ্য করা হয়ঃ নওয়াজ শরীফ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙ্গালীদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে অখন্ড পাকিস্তানের  সমর্থক ছিলেন কিন্তু তাকে বিদ্রোহী হতে বাধ্য করা হয়েছে বলে দাবী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবিদের সামনে বক্তব্য দেয়ার সময় নওয়াজ এ দাবি করেন।

মঙ্গলবার রাতে উর্দু দৈনিক ডন নিউজের অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়েছে।

নওয়াজ শরীফ বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশী চেষ্টা-কষ্ট করেছে বাঙ্গালিরা ; কিন্তু তাদেরকে আমাদের থেকে পৃথক হতে বাধ্য করা হয়েছে। যার কারণে দেশ বিভক্তির হুমকিতে পড়েছিল।

নওয়াজ বলেন, ‘এ বিষয়ে আমাদের গবেষণা করা উচিত যে, ১৯৭১ সালে আমরা এমন কাজ করেছিলাম, যার ফলে পূর্ব পাকিস্তানের জনগনের আকাঙ্খাকে ধূলায় মিশিয়ে দেয়া হয়েছে ; আর তারাই ঐ সকল লোক যারা পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কায়েদে আজম মুহাম্মাদ আলী জিন্নাহর সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

নওয়াজ বলেন, ‘ঢাকা ভাগ হয়ে যাওয়া নিয়ে বিচারপতি হামুদুর রহমান যে কমিশন গঠন করেছিলেন, তারা সব খুঁটিনাটি কারণ উদ্ঘাটন করেছিলেন এবং সত্য প্রকাশ করেছিলেন। কিন্তু আমাদের কেউ ওই কমিশনের রিপোর্ট আমলে নেয়নি। আমরা যদি সে অনুযায়ী কাজ করতাম, তাহলে আজকের পাকিস্তান ভিন্ন রকম হতো।’

Share this post

scroll to top
error: Content is protected !!