ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরের পাশে বসে অঝোরে কেঁদেছেন তাঁর মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার বাদ আসর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ।সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধ হাসিনার মিথ্যা ও হয়রানীমুলক মামলার হাজিরা দিতে বকশীবাজার বিশেষ আদালতে ছিলেন বেগম জিয়া। আদালত থেকে সরাসরি প্রিয় পূত্রের কবরে আসেন তিনি।
প্রিয় ছেলের কবরে গিয়ে ফাতিহা শরিফ পাঠ করে মোনাজাত করেন বেগম খালেদা জিয়া। এরপর প্রায় ঘণ্টাব্যাপী কোরআন তেলাওয়াত করেন বেগম খালেদা জিয়া ।
এ সময় বেগম খালেদা জিয়ার চোখ কান্নার পানিতে সিক্ত হয়ে যায়। প্রিয় নেত্রীর অশ্রুসিক্ত নয়ন দেখে উপস্থিত নেতাকর্মীদের অনেকেই চোখের পানি লুকিয়ে রাখতে পারেননি।
পরে দ্বিতীয়বার মোনাজাত শেষে গুলশানের বাসভবন ফিরোজাতে চলে যান বেগম খালেদা জিয়া।