ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারত ও পাকিস্তানের গোলটেবিল আলোচনায় বাংলাদেশ স্বাধীন হয় নাই। এ দেশ স্বাধীন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে। আর এই দেশে ৩শ আসনের মধ্যে কীভাবে ১শ ৫৪ আসন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয় বলে প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. এমাজউদ্দীন আহমেদ।
শনিবার সেগুনবাগিচার স্বাধীনতা হলে, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘স্বাধীনতার ৪৭ বছর: গণতন্ত্রের সংকট’ সেমিনারে তিনি এ কথা বলেন।
এমাজউদ্দীন বলেন, ‘দেশ অর্থনৈতিক সংকটে আছে। দেশের অর্থনীতি ঠিক রাখতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। গণতন্ত্র ফিরিয়ে আনতে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল সেই বেগম খালেদা জিয়াকে আজ অন্যায় ভাবে জেলে রাখা হয়েছে।’
সেমিনারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) সভাপতি কর্ণেল অলি আহমদ বলেন, ‘আওয়ামী লীগ কোনো দিনই সঠিক নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে পারে নাই। ৭১ এর পর তারা যতবার ক্ষমতায় এসেছে কোনো না কোনোভাবে দুর্নীতি করে এসেছে।
তিনি আরও বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে জেলে দিয়ে গত ৯ বছরের মধ্যে সবচেয়ে বড় ভুল করেছে। তারা গায়ের জড়ে ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারবে না। এসময় দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহবান জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূইয়া প্রমুখ।