ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার বাংলাদেশের সকল চেতনার একমাত্র এজেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ নতুন চমক দেখালো।এদলে এখন চরম সুবিধাবাদী এমন কিছু নেতার উন্ভব হয়েছে, যারা শুধু দলীয় নয়- স্বাধীনতা,মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের মতো গর্বিত ইতিহাসকে গুলিয়ে ফেলছেন,অপমান করছেন আমাদের গর্বের ইতিহাসকে।
অথচ এদের বিষয়ে আমাদের মিডিয়া এবং বুদ্ধীজীবি সমাজ রয়েছেন নিরব।
এমনই একটি ব্যানারের ছবি অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ‘আওয়ামী লীগ’ নেতার নাম সম্বলিত ওই ব্যানারে আওয়ামী লীগসহ অঙ্গসগঠনের নাম ব্যবহার করা হয়েছে।
ভাষা শহীদদের স্মরণ করে ওই ব্যানারে লেখা হয়েছে, ‘হে অমর একুশে ফেব্রুয়ারি হাজারো মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে শহীদ দিবস আমি ই তোমায় ভুলিতে পারি। ব্যানারের ডানপাশে নিচের দিকে একটি ছবিসহ সৌজন্যে- ফিরোজ পাটোয়ারি লেখা রয়েছে।
ব্যানারের নিচে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।’
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিহাস নিয়ে এরকম ‘উল্টাপাল্টা’ ব্যানার ব্যবহারকারী ও প্রচারকারীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন সোশ্যাল এক্টিভিস্টরা।