DMCA.com Protection Status
title=""

সৌদী আরব থেকে আমাদের প্রশ্ন ফাঁস হচ্ছে,সরকার ব্যবস্থা নিচ্ছেনা কেনঃরওশন এরশাদ।

 ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অধুনা বাংলাদেশের সর্বগ্রাসী  প্রশ্নফাঁস কেলেংকারী নিয়ে জাতীয় সংসদে নতুন এবং অভিনব তথ্য জানালেন অবৈধ হাসিনা সরকারের অংশীদার এবং তথাকথিত গৃহপালিত বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস যেন লেগেই আছে। বারবার কেন প্রশ্ন ফাঁস হচ্ছে, আমরা বুঝতে পারছি না।  সৌদি আরব থেকে ফাঁস হওয়া প্রশ্ন সবাইকে জানানো হচ্ছে। এটা বন্ধ হবে কবে?

তিনি আরো বলেন, সরকার পারে না এমন কোনো কাজ তো নেই। সরকার কেন এটা বন্ধ করছে না?’

 

বুধবার রওশন এরশাদ বলেন, এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে, অতীতে তা হয়নি।আমারা বিরোধী দল হাসাবে সরকারকে সাহায্য-সহযোগিতা করেছি বলে এতো উন্নয়ন হয়েছে। এ জন্য বিরোধী দলকে অনেক সমালোচনাও শুনতে হয়েছে।

উল্লেখ্য ইতিপূর্ব রওশন এরশাদ বাংলাদেশের বর্তমান প্রধা বিরোধী দল জাতীয় পার্টির হাস্যকর অবস্থান নিয়ে অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ করে জানতে চান জাতীয় পার্টি আসলে কি, সরকারী দল নাকি বিরোধী দল????

Share this post

scroll to top
error: Content is protected !!