DMCA.com Protection Status
title="৭

সিলেটের শরীফগন্জে জামিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

 দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ সিলেটের গোলাপগন্জ উপজেলার ঐতিহ্যবাহী শরীফগন্জ ইউনিয়নের পানিযাগা যুব সংগের উদ্দ্যোগ এম, জয়নাল আবেদীন জামিল গোল্ডকাপ প্রতিযোগিতা ২০১৮ইং ফাইন্যাল খেলার লাইভ টিভিতে  উদ্বোধন করেন,এম, জয়নাল আবেদীন জামিল গোল্ডকাপ প্রতিযোগিতার পৃষ্টপোষক, শরীফগন্জ ইউনিয়নের ভবিষৎ কান্ডারী,বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক,জনমানুষের প্রিয়মুখ,কানাডা প্রবাসী জনাব এম জয়নাল আবেদীন জামিল।

ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিযাগা যুব সংগের উপদেষ্টা ৫নং ওয়াডের সাবের মেম্বার জনাব সুরুজ আলী, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবক ৭নং ইউনিয়ন লক্ষনাবন্দ ইউনিয়নের বর্তমান চেযারম্যান জনাব নছিরুল হক শাহিন,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভাদেশ্বরের কৃতিসন্তান বিশিষ্ট রাজনৈতিবিদ ৮নং ভাদেশ্বর ইউনিয়নের সফল চেযারম্যান জনাব জিলাল উদ্দিন জিলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিবিদ অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব বাদেপাশা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক, রায়হান উদ্দিন রেহান,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিবিদ সাবেক হেডমাষ্টার জনাব লুৎফুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিবিদ ও ব্যবসায়ী কুযিয়ারা যুব কল্যানের সম্মানী উপদেষ্টা জনাব এনামুল হক এনাম,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইটালী প্রবাসী জনাব রুম্মান আলী,সহ অত্র এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দগন ।

বক্তারা এম জয়নাল আবেদীন জামিলের প্রশংসা করে বলেন প্রবাসে থেকে ও অত্র এলাকার ছাত্র যুবকদের লেখা পড়ার পাশাপাশি প্রত্যেক বছর একটা গোল্ড কাপ প্রতিযোগিতা উপহার দেয়া সত্যিকারে প্রশংসিত ,এরকম সমাজ কর্মী ও সর্বস্তরের মানুষের সার্বিক আনন্দ দেয়া ও উন্নয়ন মুলক কাজে সহযোগিতা করার মতো একজন জন নেতা এ এলাকায় অতি প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।

বক্তারা ভবিষৎ এ শরীফ গন্জ ইউনিয়নে একটা নিজস্ব খেলার মাঠ প্রতিষ্টা করার আবদার করলে এম জয়নাল আবেদীন জামিল আশ্বস্ত করেন,সুযোগ পেলে এবংআল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে অচিরেই শরীফগন্জবাসীর সুবিধার্থে একটি নিজস্ব খেলার মাঠ প্রতিষ্ঠিত করে দিবেন।

বক্তারা অতি সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দেয়ার জন্য এম জয়নাল আবেদীন জামিলকে ধন্যবাদান্তে তার সুস্বাস্থ ও উজ্জল ভবিষৎ কামনা করেন এবং শরীফগন্জ ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষে তাকে জন প্রতিনিধি হিসেবে দেখার আশা প্রকাশ করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!