DMCA.com Protection Status
title=""

জিয়াউর রহমানকে আমি মুক্তিযোদ্ধা মনে করিনাঃএইচ টি ইমাম।

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় কোনো অপারেশনে অংশ নেননি মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মেজর জিয়াউর রহমানকে আমি ভেতর থেকে চিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি আমাদের ক্ষতি অনেক করেছেন।আমি তাকে কখনো মুক্তিযোদ্ধা মনে করি নি, ভবিষ্যতেও করবো না।

জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা’ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

এইচ টি ইমাম বলেন, খালেদ মোশাররফ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জাতি হিসেবে তার অবদান অামাদের স্মরণ করা উচিত। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় কোনো অপারেশনে অংশ নেননি। তার যে অপারেশনগুলো সব কর্নেল তাহেরের করা। জিয়া যদি অারো ক্ষমতায় থাকার সময় পেতেন, তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতেন।

Share this post

scroll to top
error: Content is protected !!