ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আওয়ামী লীগ নয়, 'অন্য কেউ দেশ পরিচালনা করছে' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমার মাঝে-মধ্যে সন্দেহ হয় আওয়ামী লীগ কী সত্যি দেশ চালাচ্ছে? রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কী দেশ চালাচ্ছে? না হয় কে চালাচ্ছে দেশ ? আমার তো মনে হয় কোনো রাজনৈতিক দল দেশ চালাচ্ছে না। অন্য কেউ দেশ চালাচ্ছে।'
তিনি বলেন, একটা গণতান্ত্রিক দল কখনোই এইভাবে নিজের হাতে তৈরি করা তার সন্তান যার জন্য সে লড়াই করেছে, যুদ্ধ করেছে, সেই দেশকে এভাবে ধ্বংস করতে পারে না। তারা তত্ত্বাবধায়ক সরকারকে জবাই করেছে, গণতন্ত্রকেও আরেকবার জবাই করেছে।
খালেদা জিয়া কারাগারে তার প্রাপ্য সুবিধা পাচ্ছেন না অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার তার ন্যূনতম প্রাপ্য যে অধিকার, সেই অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করছে। কারাগারে প্রথম ৩ থেকে ৪দিন তাকে ডিভিশন দেওয়া হয়নি। তাকে পরিত্যক্ত নির্জন একটা কারাগারে রাখা হয়েছে। এই নজির কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের খুঁজে পাওয়া যাবে না।'
তিনি আরও বলেন, 'বর্তমানে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের নিয়ে যে আচরণ করা হচ্ছে। এখান থেকে এটা পরিষ্কার এই সরকার তাকে সঠিক চিকিৎসাও করতে দিতে চায় না। কারণ একটাই- তারা (সরকার) তাকে ভয় পায়।'
২০ দলীয় জোটের ঐক্য অটুট রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তারা তাদের অবস্থানে সঠিক আছে এবং কোনো বিভেদ নেই। তারা সঠিকভাবে কাজ করছে। সব সময় জোটের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা আন্তরিকভাবেই কাজ করছে।
জোটের বাইরে দলগুলোর সঙ্গে ঐক্যের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা খুব ভালো করে জানেন, রাজনীতিতে সময় বলে একটা ব্যাপার আছে। আপনারা জানেন যে, আমরা কথা বলছি, কথা চলছে। সরকারকে নিজেদের, দেশের এবং গণতন্ত্রের স্বার্থেই একটা জায়গায় আসতে হবে বলে আমরা বিশ্বাস করি।'
দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনকে ‘ক্ষমতাহীন' প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রত্যাশা করি, এখানে একটা ভালো নির্বাচন হওয়া উচিৎ। কিন্তু সেটা হচ্ছে না। যে নির্বাচন কমিশন আছে তাদের কোনো ক্ষমতাই নেই। এটা ঠুটো জগন্নাথ। সরকার যা যা নির্দেশ করে তাদেরকে তাই করতে হয়।'
গত দুইদিন গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদ্যকারামুক্ত চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতারা।