DMCA.com Protection Status
title=""

স্বৈরশাসক হাসিনার কথায় তারেক রহমান দেশে ফিরবেন নাঃ আমীর খসরু

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ স্বৈরশাসক হাসিনার কথায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‌‘দেশে যেদিন গণতন্ত্র ফিরে আসবে তারেক রহমান সেদিন বীরদর্পে ফিরে আসবেন।’

আজ বৃহস্প‌তিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া ও ছাত্রদ‌লের সভাপ‌তি রা‌জীব আহসানের মু‌ক্তির দা‌বি‌তে আয়োজিত এক সভায় আমীর খসরু এসব কথা ব‌লেন।

বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘আওয়ামী লীগের আবার ক্ষমতায় যাওয়ার নীলনকশার নির্বাচন জনগণ আর মেনে নেবে না। জনগণের বাধ ভাঙার জলোচ্ছ্বাস পর্যায়ক্রমে বাড়তেই থাকবে।’

বেগম জিয়াকে কারাগারে রেখে বিএনপি কোনো প্রকার নির্বাচনের আলোচনায় যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘তাকে মুক্তির সংগ্রাম বিএনপির একমাত্র সংগ্রাম।’

 

আমির খসরু বলেন, ‘শুধুমাত্র আইনের প্রতি সম্মান দেখাতেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি আইনী লড়াই চালিয়ে যাচ্ছে।’

 

তি‌নি আ‌রও ব‌লেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছে সরকার। কোটা সন্ত্রাসের আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সন্ত্রাসকে আপাততঃ পরাজিত করেছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক না‌হিদুল ইসলাম না‌হি‌দ। এতে বক্তব্য রা‌খেন- বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শ্যামা ওবা‌য়েদ প্রমুখ।

Share this post

error: Content is protected !!