DMCA.com Protection Status
title=""

‘হালালের খোঁজ শুধু খাবারে,আয়কৃত টাকার বেলায় নয় কেন????


ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  খাদ্য হালাল কিনা তা নিয়ে মুসলিমদের যতটা উদ্বেগ আছে, আয়ের বৈধতা নিয়ে ততটা নেই বলে খেদ প্রকাশ করেছেন মালয়েশিয়ার ইসলাম বিষয়ক উপমন্ত্রী।

ড. আসিরাফ ওয়াজদি দাসুকি বলেন, মানুষ ইসলামকে যেমন শুধু উপাসনার সঙ্গে সম্পৃক্ত করে দেখে, তেমনি শুধু ভোগের ক্ষেত্রে হালাল-হারামের বিচার করে।

বুধবার রাজধানী কুয়ালালামপুরে ইসলামি আর্থিক প্রতিষ্ঠান ও অনুদান নিয়ে এক সেমিনারের উপস্থাপনায় এসব কথা বলেন বলে মালয় অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

অথচ ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী হালাল রোজগার তথা সৎপথে আয়ের উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে।একারনেই মহানবী (সঃ)নির্দেশ দিয়েছেন হালাল এবং দুর্নীতি মুক্ত ব্যবসা পরিচালনার জন্য।

আসিরাফ বলেন, “হালাল খাদ্য ও হালাল লেবেল নিয়ে উদ্বেগ ব্যাপক। কিন্তু, ওই হালাল খাদ্য যে টাকা দিয়ে কেনা হচ্ছে তা কোথা থেকে এলো সেবিষয়ে একই ধরনের উদ্বেগ দেখা যায় না।”

এই সিনেটর বলেন, যখন মাংস খাওয়ার বিষয় সামনে আসে, তখন পশু শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে কি না তা নিয়ে খুব উদ্বেগ দেখা যায়। মাংস ক্রয়ের অর্থ নিয়ে ততটা উদ্বেগ হয় না।

“যে টাকা দিয়ে তারা খাবারটা কেনে, তা যদি লগ্নি, সুদ, দুর্নীতি থেকেও আসে তাতে তাদের যা আসে না।”

“এটাই আমাদের আমাদের আজকের সমাজের চরম বাস্তব চিত্র,” বলেন আসিরাফ।

Share this post

error: Content is protected !!