DMCA.com Protection Status
title="শোকাহত

টেকনাফে কমিশনার একরাম হত্যা নিয়ে বিপাকে র‍্যাবঃতদন্ত চলছে বলে সময় ক্ষেপন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ টেকনাফে মাদকবিরোধী অভিযানে তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত পৌর কাউন্সিলর(কমিশনার) একরামুল হকের পরিবারের দেওয়া সেই বহুল আলোচিত অডিও টেপটি খতিয়ে দেখছে র‌্যাব সদর দফতর।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান শুক্রবার একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘যে অডিও রেকর্ডের কথা বলা হচ্ছে আমরা তা আমলে নিয়ে খতিয়ে দেখছি।’

গত ২৬ মে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একরাম নিহত হন। এরপর র‌্যাব দাবি করে একরাম মাদক ব্যবসায়ী।

তবে বৃহস্পতিবার টেকনাফে এক সংবাদ সম্মেলনে নিহত পৌর কাউন্সিলরের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, বন্দুকযুদ্ধের নামে অন্যায়ভাবে তার স্বামীকে ‘হত্যা’ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি আমার স্বামীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার দাবি করছি।’

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এসময় তিনি সাংবাদিকদের একটি অডিও রেকর্ড দিয়ে বলেন, এটি ২৬ মে রাতে একরামুল নিহত হওয়ার সময়ের।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়েশা অভিযোগ করে বলেন, ‘২৬ মে রাতে একটি গোয়েন্দা সংস্থার মেজর পরিচয় দিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এসময় আমার স্বামী মোবাইলে আমার মেয়ে ও আমার সঙ্গে কথা বলেন। তখন তার কণ্ঠে আতঙ্ক ছিল। এরপর থেকে আমার মোবাইলটি সারাক্ষণ খোলা ছিল। এতে রেকর্ড হচ্ছিল।

ওই দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর চিৎকার ও গুলির শব্দ শুনেই আমি ও আমার পরিবার আঁতকে উঠি। তখনই বুঝতে পারি আমার স্বামীকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে।’

Share this post

scroll to top
error: Content is protected !!