DMCA.com Protection Status
title="৭

ম্যাক্স হাসপাতালে র‍্যাবের অভিযানঃপ্রতিবাদে চট্টগ্রামের সকল বেসরকারী হাসপাতাল বন্ধ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবশেষে প্রায় ১ সপ্তাহ পর কতৃপক্ষের টনক নড়লো।জনসাধারনের বহু অভিযোগের পর চট্টগ্রামের বিতর্কিত ম্যাক্স হাসপাতালে অভিযানে গেলো র‍্যাব।

 ভুঁইফোড় রোগ নির্ণয় কেন্দ্র থেকে পরীক্ষা করিয়ে তা ম্যাক্স হাসপাতাল নিজেদের নামে চালাতো বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার বেলা ১১টা থেকে নগরের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে র‍্যাবের অভিযানের সময় এসব অসংগতি ধরা পড়ে।

এ ছাড়া ড্রাগ লাইসেন্সের নবায়ন না করা, বিদেশি অনুমোদনহীন ওষুধ ব্যবহারসহ নানা অসংগতি মিলেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলছে। অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চলছে। ম্যাক্স অন্য প্রতিষ্ঠান থেকে  পরীক্ষা করিয়ে তা নিজেদের নামে চালাত।

ম্যাক্স হাসপাতালে গত ২৯ জুন দিবাগত রাত একটায় রাফিদা খান নামের এক শিশু মারা যায়। তার বাবা সাংবাদিক রুবেল খান চিকিৎসার অবহেলায় তার সন্তান মারা গেছে বলে অভিযোগ আনেন। তদন্ত কমিটি ইতিমধ্যেই চরম অবহেলার প্রমাণ পেয়েছে।

এদিকে হয়রানী এবং হামলার অভিযোগে চট্টগ্রাম বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য নগরীর সকল বেসরকারী মালিকানাধীন ক্লিনিক,ডায়গনিস্টিক সেন্টার এবং হাসপাতাল বন্ধ ঘোষনা করেছে।এতে সাধারন মানুষের ভোগান্তি চরমে উঠবে বলে আশংকা করা হচ্ছে।

Share this post

scroll to top
error: Content is protected !!