ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে কোটা সংষ্কারের দাবীতে আন্দোলনরত সাধারন শিক্ষার্থীদের ওপর হাসিনা সরকারের সন্ত্রাসী হামলা দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী বলে মন্তব্য করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তথা মার্কিন পররাষ্ট্র দফতর।
এছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পাশে সবসময় থাকার ঘোষণাও দিয়েছে তারা। সোমবার নিজস্ব ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কাণ্ডারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে নৃশংস হামলা দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী।
যারা বাক-স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদসহ মৌলিক গণতান্ত্রিক অধিকারের চর্চা করে মার্কিন সরকার তাদের পাশে আছে।
ওই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, ‘পিসফুল প্রোটেস্ট বিডি’ অর্থাৎ এতে বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন দেয়া হয়েছে।