DMCA.com Protection Status
title=""

শনিবার আংশিক সূর্যগ্রহণ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী শনিবার (১১ আগস্ট) আংশিক সূর্যগ্রহণ। তবে সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ২ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে ৫টা ৩০ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। বিকেল ৫টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ হবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৭৩৬। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

তবে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশ থেকে চীনের শিয়ান শহর পর্যন্ত গ্রহণটি দৃশ্যমান হবে।

পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। এ সময় পৃথিবীর মানুষের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।

চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর মানুষের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!