ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবৈধ হাসিনা সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ভোট দেওয়ার সিদ্ধান্তে ভুল করলে আমরা যে অন্ধকারে ছিলাম, সেখানেই পর্যবসিত হব। আর সঠিক জায়গায় ভোট দিতে পারলে আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দেশ আমরা রেখে যেতে পারব।
ফরিদপুর সদর উপজেলায় আজ রোববার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প ও রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-২-এর আওতায় দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা চুক্তিবদ্ধ মহিলা কর্মীদের মধ্যে অর্থ বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন বরে এলজিইডি-ডানিডা। ফরিদপুর শহরতলির বদরপুরে মন্ত্রীর নিজ বাসভবন ‘আফছানা মঞ্জিল’ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভীষ্ট লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা, বাঙালিকে উন্নত জাতিতে রূপান্তরিত করা। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখুন।