DMCA.com Protection Status
title=""

বরিশালে গোলাম সারওয়ারের জানাজা সম্পন্ন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রথিতযশা সাংবাদিক দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে বরিশালের বানারীপাড়া মডেল ইউনিয়ন ইন্সটিটিউশন প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।

এর আগে দুপুর সোয়া ২টায় হেলিকপ্টারযোগে তার মরদেহ বানারীপাড়ায় পৌঁছায়। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়।

পরে বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতারা তার মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

গোলাম সারওয়ারের জানাজায় অংশ নেন, বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন বীরবিক্রম, বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম সারওয়ারের ভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু।

জানাজা শেষে ফের হেলিকপ্টারযোগে গোলাম সারওয়ারের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Share this post

error: Content is protected !!