ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ তৃতীয় দিনের মতো মিনায় হাজিদের পর্যায়ক্রমে ছোট, মাঝারি ও বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্যদিয়ে চলতি বছরের হজ কার্যক্রম শেষ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা বৃহস্পতিবার মিনা থেকে মক্কায় ফিরে আসেন।
সরেজমিনে দেখা গেছে, মিনার বিভিন্ন তাঁবু থেকে বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের ঢল নামে। প্রচণ্ড রোদের মধ্যে তাদের একটু প্রশান্তি দিতে রাস্তায় রাস্তায় চিকন ঝরনা থেকে পানি ছাড়া হচ্ছে।
হাজিদের ঢল নামাতে মক্কার বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শহরে ট্যাক্সি ভাড়া দ্বিগুণ হয়। বিভিন্ন রাস্তায় হাজিদের পায়ে হেঁটে পথ চলতে দেখা যায়।
উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট ফিরতি ফ্লাইট শুরু হবে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ থেকে চলতি বছর এক লাখ ২৭ হাজার ২৯৮ জন পবিত্র হজ পালন করেছেন। তাদের মধ্যে ৬৯ জন মৃত্যুবরণ করেন।