DMCA.com Protection Status
title="৭

শোরুমেই বিস্ফোরিত আইপ্যাড, আহত ৩

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অ্যাপলের একটি শোরুমে অ্যাইপ্যাড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার এ ঘটনা ঘটলে শোরুমের তিনজন কর্মী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ধারণা করা হচ্ছে, আইপ্যাডের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার পর ওই কর্মীরা উদ্ভূত ধোঁয়ার মধ্যে নিঃশ্বাস নিয়েছিলেন। তবে ঠিক কোন ধরনের শারীরিক ক্ষতির কারণে তাদের চিকিৎসা নিতে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট শোরুম থেকে সব মালামাল সরিয়ে নিয়ে সেটিকে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়া হয়। অগ্নিনির্বাপণ কর্মীরা গিয়ে আইপ্যাডে জ্বলতে থাকা আগুন নেভান। পুরো শোরুমের বৈদ্যুতিক তারের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শোরুমটি আবার খুলে দেয়া হয়েছে।

আমস্টারডামের ফায়ার ব্রিগেড এক টুইট বার্তায় জানিয়েছে, তারা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

অ্যাপলের সংবাদবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক বলেছে, আইপ্যাডের ব্যাটারি প্রতিস্থাপন কর্মসূচি চালু করার পর তারা এ ধরনের আরও কিছু অভিযোগ পেয়েছে। আইফোন ও আইপ্যাডের ব্যাটারি নিয়ে গ্রাহকদের অসংখ্য অভিযোগের প্রেক্ষাপটে অ্যাপল ব্যাটারি প্রতিস্থাপন কর্মসূচি চালু করে।

সূত্র: ডেইলি হান্ট

Share this post

scroll to top
error: Content is protected !!