ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মেয়ের জন্য নাড়ু কিনতে গিয়ে হারিয়ে গেলেন বাবা। বাবাও মেয়েকে খুঁজে পাচ্ছেনা, মেয়েও হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন বাবাকে। ঈদুল আযহা উপলক্ষ্যে এমনই গল্পের একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। রেদওয়ান রনির ঈদ উপলক্ষে নির্মিত নাটকটির নাম 'পাতা ঝরার দিন' । ছবিয়ালের ভাই-ব্রাদার এক্সপ্রেসের ব্যানারে নির্মিত এই নাটকটির মাধ্যমে দর্শকরা আবারও তাদের প্রিয় ঈশিতাকে পর্দায় দেখতে পারবেন।
আজ (২৫ আগস্ট) চ্যানেল আইয়ের ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ নাটক হিসেবে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম ও ঈশিতা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে বন্যা মির্জা, মৌসুমী হামিদ ও লামিয়া আসাদকে।
নাটকটি সম্পর্কে রেদওয়ান রনি বললেন, ‘রহমান সাহেব তার অভিমানী মেয়ের জন্য মতিচুর লাড্ডু কিনতে গিয়ে হারিয়ে ফেললেন নিজেকে। মেয়ে যখন বাবাকে খুঁজে পেতে হন্যে হয়ে ঘুরছে পুরো শহরের আনাচ কানাচ, রহমান সাহেব তখন নিজেকে খুঁজে পেতে আশ্রয় নিয়েছেন কোনও এক বারবনিতার বেড়ে দেওয়া ভাতের প্লেটে। নাটকের ভাবনাটি এমনই।’
ঈশিতা বলেন, 'আসলে সময় ও ব্যস্ততার কারণে কাজ করা হয় না। পরিবার ও ব্যবসা নিয়ে এখন অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি। 'পাতা ঝরার দিন' নাটকটিতে কাজ করার আগে কলকাতায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি নাটকে কাজ করেছি। কিন্তু রনির এ নাটকটির গল্প শুনে আর নিজেকে ধরে রাখতে পারিনি। নাটকের গল্পের সঙ্গে নিজের জীবনের সঙ্গে কোথায় যেন একটা মিল খুঁজে পাই! তা ছাড়া রনি তো ভালো কাজ করে। আশা করছি ভালো একটি কাজ হয়েছে এটি।’