ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জনসভা শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় জনসভার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও শুক্রবার রাত থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। রাতেই অস্থায়ী মঞ্চ নির্মাণ শুরু হয়।
সকাল থেকে নেতাকর্মীদের সমাগম বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা জনস্রোতে রূপ নেয়। ইতোমধ্যে কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনসভা বিস্তৃত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করায় এ জনসভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম ডোনার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানসহ সংগঠনটির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সমমনা সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছে।