DMCA.com Protection Status
title="৭

ফিরেছেন ৩৪ হাজার ৬৩৬ হাজি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশে ফিরেছেন ৩৪ হাজার ৬৩৬ জন হাজি (গতকাল বুধবার পর্যন্ত)। ফিরতি ৯৩ ফ্লাইটে তারা ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি, সৌদি এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইট রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১১০ জন হাজি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৮৯ জন, নারী-২১। তাদের মধ্যে মক্কায় ৭২ জন, মদিনায় ৮, জেদ্দায় ২, মিনায় ১৮ এবং আরাফায় ১০ জন ইন্তেকাল করেছেন।

এদিকে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি গতকাল রাতে মদিনা থেকে মক্কায় যান।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২০ আগস্ট (সোমবার)। হাজিদের নিয়ে ২৭ আগস্ট প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়। শেষ ফিরতি ফ্লাইট আগামী ২৬ সেপ্টেম্বর।

Share this post

scroll to top
error: Content is protected !!