ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালক আব্দুল মতিনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্ত করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার পাঠানো ওই চিঠিতে সুনির্দিষ্ট ১১টি অনিয়মের অভিযোগ তুলে সেগুলোর তথ্য চাওয়া হয়েছে।
বগুড়া জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আসিনুল ইসলাম জানান, আরডিএ বগুড়ার মহাপরিচালক আব্দুল মতিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক পল্লী জনপদ প্রকল্পে অনিয়ম, চরজীবিকায়ন ও ক্ষুদ্র সেচ প্রকল্পে অনিয়মসহ ১১টি বিষয়ের তথ্য জানতে চাওয়া হয়েছে। এছাড়া তার সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
তিনি আরও জানান, দুর্নীতির বিষয়ে দুদকের চিঠির উত্তর এবং সম্পদের বিবরণী দাখিলের পর তা খতিয়ে দেখা হবে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।