DMCA.com Protection Status
title=""

পাটখেতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মাগুরায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আঠারোখাদা গ্রামের রূপধর বিলে পাট কাটার সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন আঠারোখাদা গ্রামের হোসেন মোল্যার ছেলে সামিন মোল্যা (১৫), মৃত পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্যা (৬০), ইদ্রিস মোল্যার ছেলে মোন্নু মোল্যা (২৮) ও কাঁশিনাথপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে আকরম (৫৫)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার বিকেলে রূপধর বিলে পাটখেতে কাজ করছিলেন কৃষকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

jagonews

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আতিকুর রহমান।

Share this post

scroll to top
error: Content is protected !!