DMCA.com Protection Status
title=""

মোস্তাফিজ-মাশরাফির আঘাতে শুরুতেই বিপদে শ্রীলঙ্কা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  লক্ষ্য ২৬২ রানের। এই লক্ষ্যকে যেন তুড়ি দিয়েই উড়িয়ে দিতে চাইছিল শ্রীলঙ্কা। চন্ডিকা হাথুরুসিংহের দল শুরুটা করেছে ঝড়োগতিতে। তবে বাংলাদেশের বোলাররাও ছেড়ে কথা বলছেন না।

উপুল থারাঙ্গা আর কুশল মেন্ডিস দুই ওভারের উদ্বোধনী জুটিতেই তুলে নেন ২২ রান। মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন কুশল মেন্ডিস (০)। শুরুতে আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে জিতে যায় বাংলাদেশ।

পরের ওভারে উপুল থারাঙ্গাকে বোল্ড করেন মাশরাফি। ১৬ বলে ২৭ রান করা এই ওপেনার ভয়ংকর হতে যাচ্ছিলেন। এক ওভার বিরতি পর আবারও মাশরাফির আঘাত। এবার ধনঞ্জয়া ডি সিলভাকে (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩২ রান। কুশল পেরেরা ৫ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

Share this post

error: Content is protected !!