DMCA.com Protection Status
title="শোকাহত

অ্যামাজনের প্রতি শেয়ারের দাম ২ হাজার ডলার!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রথমবারের মতো অ্যামাজনের প্রতি শেয়ারের দাম ২ হাজার ডলার স্পর্শ করেছে। বৃহস্পতিবার বাজারে লেনদেন শুরু হওয়ার পর প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম ২০০৯.৬৭ ডলার পর্যন্ত উঠেছে। মার্কিন গণমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, অ্যাপলের মতো ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে পৌঁছাতে মার্কিন ই-কমার্স জায়ান্টটির জন্য এটি একটি বড় অগ্রগতি। ১৩ অঙ্কের বাজারমূল্য ধরতে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম বাড়তে হবে আর ৫০ ডলার। ওয়াল স্ট্রিটের শেয়ার বেচাকেনা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলির কাছ থেকে শেয়ারমূল্য বাড়ার আভাস আসার একদিন পরেই অ্যামাজনের শেয়ারমূল্য ৩.২ শতাংশ বেড়ে যায়।

মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পেশ করা অ্যামাজনের নথি অনুযায়ী চলতি বছর ১৮ জুলাই পর্যন্ত হিসাবে শেয়ারবাজারে অ্যামাজনের মোট শেয়ার সংখ্যা ৪৮,৭৭,৪১,১৮৯টি। এ হিসাবে বৃহস্পতিবার সর্বোচ্চ শেয়ারমূল্যের সময় প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ৯৮৭.৯৫ বিলিয়ন ডলার।

মরগ্যান স্ট্যানলির বিশ্লেষক ব্রায়ান নোওয়াক বলেন, ‘অ্যামাজনের দ্রুত উন্নতিতে আমরা আত্মবিশ্বাস বাড়াচ্ছি।’

Share this post

scroll to top
error: Content is protected !!