DMCA.com Protection Status
title="৭

বান্ধবীর চাহিদা মেটাতে চুরি করলেন গুগল ইঞ্জিনিয়ার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বান্ধবীর চাহিদা মেটাতে চুরি করে ধরা পড়েছেন গুগলে কর্মরত গর্বিত সাহানি (২৪) নামে এক ভারতীয় প্রকৌশলী। তিনি গুগলের প্রযুক্তি সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর আইবিএমের একটি সেমিনারে গুগলসহ বেশ কিছু সংস্থার কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়৷ তাতে যোগ দিয়েছিলেন দেবযানী জৈন এক ব্যক্তি। সেমিনার শেষ হতেই তিনি দেখেন, তার ব্যাগ থেকে উধাও ১০ হাজার টাকা৷ এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন৷

পরে সিসিটিভি খতিয়ে দেখে এ ঘটনায় জড়িত থাকার দায়ে আটক করা হয় হরিয়ানার বাসিন্দা প্রকৌশলী গর্বিত সাহানিকে। এ সময় তিনি পুলিশের কাছে টাকা চুরির কথা স্বীকার করেন।

গুগলের মতো একটি সংস্থায় চাকরি করে মাসে হাজার হাজার টাকা বেতন পাওয়ার পরও চুরির পথ বেছে নেয়ার কারণ হিসেবে তিনি পুলিশকে জানান, বান্ধবীর চাহিদা মেটাতে গিয়ে আর্থিক অনটনে ছিলেন৷ আর তাই এই অপকর্ম করেন৷

অবশ্য গর্বিত সাহানির এ কথায় মন গলেনি পুলিশের৷ টাকার মালিকের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে৷

Share this post

scroll to top
error: Content is protected !!