ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে অভিনন্দন জানিয়েছেন পাঁচ শতাধিক চিকিৎসক। আজ (রোববার) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনের জন্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠন এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭ দফা ও ১১টি লক্ষ্যের ভিত্তিতে জাতীয় ঐক্যফ্রন্টের পথচলা শুরু হওয়ায় চিকিৎসকদের পক্ষ থেকে ঐক্যজোটের নেতাদের সাধুবাদ ও অভিনন্দন।
বিবৃতিতে বলা হয়, সচেতন পেশাজীবী চিকিৎসকসমাজ আশা করে জাতীয় ঐক্যফ্রন্ট জনগণের অধিকার, গণতন্ত্র পুনঃরুদ্ধার, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের ঐক্যের আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসীকে এই দুঃশাসন থেকে মুক্তির পথ দেখাবে। এ জাতীয় ঐক্যফ্রন্ট দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, জনগণের মানবাধিকারসহ সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করিবে।
বিবৃতিতে আরও বলা হয়, আগামীতে দেশের জনগণ ও সকল রাজনীতিবিদ, পেশাজীবী, ছাত্র-শ্রমিক জনতার সহিত চিকিৎসকসমাজ জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এদেশে ভবিষ্যত প্রজন্মের জন্যে একটি গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সামজিক নিরাপত্তা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেন।