DMCA.com Protection Status
title="শোকাহত

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কেউ রেহাই পাবে না: নাহিদ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবৈধ হাসিনা সরকারের  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কেউ রেহাই পাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে।

আগামী ১ নভেম্বর শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে জাতীয় তদারক ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত কমিটির সভায় সভাপতির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। আজ সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে বসতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদে বার্তার মাধ্যমে প্রশ্নপত্রের কোন সেটে পরীক্ষা হবে তা কেন্দ্রসচিবকে জানানো হবে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনসহ পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!