DMCA.com Protection Status
title="৭

বিএনপির নেতাকর্মীদের সবাইকে জেলে ভরে রাখা উচিত: সজীব ওয়াজেদ জয়

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  রাজধানীর নয়াপল্টনে গতকাল পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ওই দলের নেতাকর্মীদের জেলে ভরে রাখা উচিত।

 

বুধবার ওই সংঘর্ষের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই খবর শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যেই বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা।

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। অন্যদিকে বিক্ষুব্দ জনতা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়।

ছবি: সংগৃহীত

 

 

বুধবার রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয় লেখেছেন- নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই বিএনপির সহিংসতাও শুরু হয়ে গেছে। ঠিক যেভাবে তারা ২০১৩ ও ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে জীবন্ত পুড়িয়েছিল।

তিনি বলেন, বিএনপিকে কোনো দিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। কানাডিয়ান ফেডারেল আদালতও একই কথা বলেছে একাধিকবার। তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত।

Share this post

scroll to top
error: Content is protected !!