ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রথমবার দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘দেবী’। বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর চেইনে ১৬ নভেম্বর কানাডার দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে বিশেষ আয়োজনে গত ৪ নভেম্বর চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের ডি সি ভার্জিনিয়া, অস্টিন, ডালাস ও নিউইয়র্কে প্রদর্শিত হয়। এবার বানিজ্যিক ভাবে বিশ্ব জয় করবে ‘দেবী’।
প্রথম সপ্তাহে টরন্টো ও মিসিসাগাতে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২ শো নিয়ে যাত্রা শুরু করছে দেবী। কানাডার আরো ৪ টি শহরে উইনিপেগ, এডমন্টন,ক্যালগেরি, সারে (ভ্যানকুভার)-এ সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট লোকেশনে দেবী মুক্তি পাবে ৩০ নভেম্বর।
এই ৪ টি শহরের পাশাপাশি অটোয়া ও সাস্কাটুন এর একটি করে সিনেপ্লেক্স লোকেশনেও ৩০ তারিখ থেকে দেখা যেতে পারে দেবী। স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজিব এই তথ্য নিশ্চিত করেছেন।
অলিউল্লাহ সজিব বলেন, ‘‘কানাডায় বিশ্বের নামকরা সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে প্রতি লোকেশনে সপ্তাহ জুড়েই চলবে ‘দেবী’। চাহিদা থাকলে সপ্তাহও বাড়তে থাকবে। আমরা আশা করি দেবী কানাডায় ‘আয়নাবাজি’ এর রেকর্ড ভেঙে ফেলবে। টরন্টো শহরে সিনেপ্লেক্সে টানা চার সপ্তাহ চলেছিলো ‘আয়নাবাজি’। অন্য ৩টি সিনেপ্লেক্সে চলেছিলো টানা দুই সপ্তাহ। বক্স অফিসে আয় করেছিলো ৪৮০৫৫ কানাডিয়ান ডলার।’’
‘দেবী’ সিনেমার অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেছেন, ‘হলিউড, বলিউডের ছবির মতোই আমাদের ছবি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে এটি গৌরবের বিষয়। প্রবাসী বাংলাদেশী ও বাংলা ভাষাভাষীদের দলে দলে দেবী দেখার আমন্ত্রণ।’
স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, ‘কেউ কেউ শুভমুক্তি আর একটি, দুটি শো প্রদর্শনীকে মিলিয়ে ফেলেন। এটি ঠিক নয়। স্বপ্ন স্কেয়ারক্রো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী সিনেমা মুক্তি দিয়ে আসছে। দেবী আমাদের পরিবেশনায় আন্তর্জাতিক বাজারে ১২ নম্বর সিনেমা। টরন্টো ও মিসিসাগাতে ১৬ তারিখে মুক্তি পাচ্ছে দেবী। টিকেট পাওয়া যাচ্ছে অনলাইনে ও সংশ্লিষ্ট সিনেমা হলের কাউন্টারে ।’