DMCA.com Protection Status
title="৭

মেয়েকে ‘নববধূ’ সাজিয়ে ফেসবুকে নিলামে বিক্রি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নিজের ১৭ বছর বয়সী মেয়েকে নববধূ সাজিয়ে ফেসবুকের মাধ্যমে নিলামে বিক্রি করেছেন এক ব্যক্তি। ওই নিলামে অংশ নেন পাঁচ ব্যক্তি। যাদের মধ্যে ওই অঞ্চলের একজন ডেপুটি জেনারেলও ছিলেন।

ঘটনাটি ঘটেছে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ এবং ২০ লাখ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পাওয়া আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে।

নিলামে ওই ১৭ বছরের নাবালিকাকে যে ব্যক্তি ‘জিতে’ নেন তার পত্নীর সংখ্যা আটজন। ওই নাবালিকার বাবাকে ৫০০ গরু, ১০ হাজার ডলার, দুটি বিলাসবহুল গাড়ি, দুটি বাইক, কয়েকটি অত্যন্ত দামি মোবাইল ফোন ‘উপহার’ হিসেবে দেন নিলাম জেতা ব্যক্তি।

পোস্ট রিপোর্ট করার পর বিষয়টি মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের চোখে পড়ে।

আফ্রিকার নারীদের নিয়ে কাজ করা সংস্থা ‘আফ্রিকান ফেমিনিজম’ এর পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়, ‘নভেম্বর মাসে দক্ষিণ সুদানের একটি মেয়েকে ফেসবুকে রীতিমতো সাজিয়ে-গুছিয়ে এনে নিলামে তোলা হয়। যে নিলামে উপস্থিত ছিলেন দেশটির এক সরকারি কর্মকর্তাও। ওই নাবালিকাকে যিনি কেনেন, তিনি দক্ষিণ সুদানের একজন নামকরা ব্যবসায়ী।’

এই ঘটনা প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় বইছে চারিদিকে। মানিবাধিকার সংগঠনগুলো একে ‘আধুনিক যুগের দাস-প্রথা’ বলে অভিহিত করেছে।

Share this post

scroll to top
error: Content is protected !!