ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ফুটন্ত একটি গোলাপ। কিন্তু তা আসলে গোলাপ নয়, পিঠা। অবাক তো লাগবেই! রঙিন সব নকশায় কতরকম পিঠাই না তৈরি হয়! চলুন তবে শিখে নেই গোলাপ পিঠা তৈরির রেসিপি-
উপকরণ: ময়দা ২ কাপ, তরল দুধ আড়াই কাপ, চিনি দেড় কাপ ও পানি ১ কাপ।
প্রণালি: দুধ ফুটে উঠলে ময়দা ঢেলে ডো তৈরি করুন। চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করে রাখুন। ছোট ছোট তিনটা রুটি কেটে ভাঁজ দিয়ে গোলাপ তৈরি করুন। ডুবো তেলে ভেজে সিরায় দিয়ে তুলে নিন।