DMCA.com Protection Status
title="৭

চট্টগ্রাম-২ ( ফটিকছড়ি )আসনে নুরী আরা সাফাই বিএনপির প্রার্থী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইতোমধ্যে বিএনপির তিনজনকে মনোনয়নের চিঠি দেওয়া হলেও সেখানে চূড়ান্ত মনোনয়ন পেতে যাচ্ছেন নুরী আরা সাফা।  

বেগম নূরী আরা সাফা  বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ,বর্তমানে বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ,সাবেক সাংসদ ও জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী।

এবিষয়ে জানতে চাইলে নুরী আরা সাফা দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘আমিই ফটিকছড়িতে বিএনপির চূড়ান্ত প্রার্থী। আমাকে দল থেকে নির্বাচনের সব কাজ শুরু করতে বলা হয়েছে। আমি এখন বিমানে চট্টগ্রাম আসছি নমিনেশন ফরম জমা দিতে। আশা করি সকলকে সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে পারব।’

ফটিকছড়ি আসনে মনোনয়ন লাভের আশা করেছিলেন বিএনপির ভাইস চেয়ানম্যান কারাবন্দী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, পেশাজীবী নেতা ডা. খুরশীদ জামিল চৌধূরী, উপজেলা বিএনপি নেতা সালা উদ্দিন। তবে শেষ দুজনসহ নুুরী আরা সাফা বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন।

কিন্তু নানা হিসাব নিকাশ , দলীয় কোন্দলের কারণে আর দলের দুঃসময়ে বেগম নুরী আরা সাফার অবদানের কথা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত তাঁকেই ধানের শীষের প্রতীক চূড়ান্তভাবে দিতে যাচ্ছে বিএনপি। আজকে সকালে এ বিষয়ে হাই কমান্ড থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে চূড়ান্তভাবে প্রার্থীতার বিষয়টি আরো কদিন পরই ঘোষণা করবে বিএনপি।

Share this post

scroll to top
error: Content is protected !!