ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ টেস্ট সিরিজ জিতেছেন অধিনায়ক হয়েই। পাঁচদিনের ম্যাচ তিন দিনেই শেষ করায় মিলেছে দুই দিনের বিশ্রাম। আগামী রোববার থেকে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তবে ডেপুটি হিসেবে থাকবেন সাকিব আল হাসানই।
সাম্প্রতিক সময়ে টেস্টের চেয়ে ওয়ানডেতেই বেশি ভালো করছে বাংলাদেশ দল। যার প্রমাণ মেলে র্যাংকিং, সাম্প্রতিক ফলাফল কিংবা আইসিসি ইভেন্টগুলোতে বাংলাদেশের সাফল্যতেই। এর সাথে আবার যোগ হলো টেস্ট সিরিজে ২-০’তে হোয়াইটওয়াশ করে জেতার সুখস্মৃতি।
তাহলে কি আসন্ন ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেবে বাংলাদেশ দল? নাকি ঘুরে দাঁড়াবে বিশ্বকাপের ইতিহাসের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা? কি ভাবছেন টেস্ট দলের অধিনায়ক সাকিব?- জানতে চাওয়া হলো টেস্ট সিরিজ শেষের সংবাদ সম্মেলনে।
এ প্রশ্নের জবাবে ক্যারিবীয়দের যথেষ্ট সমীহ করেছেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের মতে, সীমিত ওভারের ক্রিকেটে অনেক বেশি শক্তিশালী তারা। তাই ওয়ানডে জিততেও নিজেদের সেরাটাই খেলতে হবে বলে মনে করেন সাকিব।
বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমার কাছে মনে হয় ওয়ানডে অনেক কঠিন হবে। আমাদের ওভাবেই প্রস্তুতি নিতে হবে। যদিও আমরা ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে খুবই ভালো খেলছি। কিন্তু এবার আমরা বেশ ভালো একটা প্রতিপক্ষের বিপক্ষে তিনটা ওয়ানডে খেলব। তাই আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে যদি ভালো করতে হয়।’
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচই তিনদিনে হেরে গেলেও, তাদের হয়ে চার ইনিংসেই লড়াই করেছেন শিমরন হেটমায়ার। যখনই ব্যাট হাতে নেমেছেন, ভুগিয়েছেন বাংলাদেশের বোলারদের। চার ইনিংসে ২২২ রান করে তিনিই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এর চেয়ে বড় ব্যাপার হলো ২২২ রান করতে তিনি খেলেছেন কেবল ২১১টি ডেলিভারি। হাঁকিয়েছেন ১৫টি ছক্কা, যেখানে চারের সংখ্যা মাত্র ১২টি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সীমিত ওভারের ক্রিকেটেও বাংলাদেশের মাথাব্যথার কারণ হবেন তিনি।
তাই হেটমায়ারের ব্যাপারে কোনো কিছু ভেবেছেন কি-না, জানতে চাওয়া হলে টেস্ট অধিনায়ক জবাব দেন, ‘হেটমায়ার ফর্মে আছে। যেটা ওদের জন্য ভালো হবে। যেহেতু ওয়ানডে ভিন্ন একটা ফরম্যাট, সাদা বলের খেলা। অন্য রকম থাকবে সবকিছুই। স্বাভাবিক ভাবেই কোচ ও অধিনায়ক মিলে ভিন্ন ভাবে পরিকল্পনা করবে।’